ষ্টাফ রিপোর্টারঃদূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, দূর্যোগ মোকাবেলায় সকল বিভাগকে সমন্বিতভাবে কাজ করতে হবে। যাতে করে জনগনের দুর্ভোগ দ্রুত কমে আসে। আজ দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় সিন্দুর্না তিস্তার নদী পরিদর্শন কালে তিনি এসব কথা বলেন। তিনি সেখান থেকে ফিরে স্থানীয় লোকমান হোসেন উচ্চ বিদ্যালয়ের মাঠে এক আলোচনা সভায় মিলিত হন এবং বানবাসীদের ত্রাণ বিতরণ করেন।
উক্ত জনসভায় বক্তব্য রাখেন, স্থানীয় সাংসদ মোঃ মোতাহার হোসেন, মহিলা সাংসদ এ্যডভোকেট সফুরা বেগম, ত্রাণ সচিব শাহ কামাল, জেলা প্রশাসক আবুল ফয়েজ মোঃ আলা উদ্দিন খান, জেলা পরিষদ প্রশাসক এ্যাডভোকেট মতিয়ার রহমান এবং সরকারী বিভিন্ন বিভাগের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
0 মন্তব্যসমূহ