Header Ads Widget

লালমনিরহাটে মেয়েদের আত্বরক্ষার জন্য কারাতে প্রশিক্ষণ

তাহ্ হিয়াতুল হাবীব মৃদুল,স্টাফ রিপোর্টার : পথেঘাটে বিদ্যালয়ে আসা যাওয়া করতে হয়রানির শিকার মেয়েরা। দুর্বল ভেবেই কি না, গণপরিবহন এমনকি মার্কেটেও কটূক্তি, আক্রমণ চলছে অনবরত।

এই পরিস্থিতি মোকাবেলায় মেয়েদের জন্য প্রয়োজন সাহস ও আত্মরক্ষার কৌশল জ্ঞান। মেয়েরা এতদিন আত্মরক্ষার কথা না ভাবলেও ইদানীং অনেকই ভাবছেন প্রতিরোধের কথা।
এ ক্ষেত্রে কার্যকর কৌশল হতে পারে মার্শাল আর্ট বা কারাতে প্রশিক্ষণ ও লাইফ স্কিল মেসেজ।

এরই ধারাবাহিকতায় লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় বেসরকারি সংস্থা রূপান্তর এর প্রশিক্ষণ সহযোগিতায়  হাতিবান্ধা উপজেলার ২৫টি উচ্চ বিদ্যালয়ের মেয়েদের কে কারাতে প্রশিক্ষণ এর মাধ্যমে লাইফ স্কিল মেসেজ দেয়া হচ্ছে । এবং মেয়েরা সেই প্রশিক্ষণ পেয়ে নিজেকে আত্মরক্ষা ও কটূক্তি, ইভটিজিং প্রতিরোধ করে চলতে পারছে।

উপজেলার কেতকীবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা যায় যে তাদের কারাতে প্রশিক্ষণের প্রস্তুতি চলছে। কথা হয় প্রশিক্ষণ এর দলপতি রাবেয়া বাসরী হিমুর (১০ম শ্রেণী) সংগে। তিনি জানালেন, রুপান্তর থেকে প্রথমে আমাদের ২৫ জন কে প্রশিক্ষণ দিয়েছে। এর পর আমরা প্রশিক্ষণ নিয়ে তারপর আমাদের বিদ্যালয়ের মোট প্রায় চার শত জন শিক্ষার্থীকে আমরা সেই প্রশিক্ষণ দিচ্ছি। এই প্রশিক্ষণ পেয়ে আমরা অনেক উপকৃত হয়েছি। বিদ্যালয়ে আসা যাওয়া করতে অনেক ছেলে বিভিন্ন ধরনের কথা বার্তা বলতো, ইভটিজিং করতো। সে সময়ে কিভাবে আমরা নিজেকে আত্মরক্ষা করব, প্রতিরোধ করব এবং অভিযোগ কোথায় জানাবো এসব বিষয় আমরা এখন জেনেছি এই প্রশিক্ষণ ও লাইফ স্কিল মেসেজ এর মাধ্যমে।

এই কারাতে প্রশিক্ষণ ও লাইফ স্কিল মেসেজ বিষয়ে কেতকীবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম আব্দুস সালাম লালমনিরহাট নিউজ২৪ কে বলেন, রুপান্তর এর সহযোগিতায় এই বিদ্যালয়ের ২৫ জন মেয়েকে তারা কারাতে প্রশিক্ষণ ও লাইফ স্কিল মেসেজ দেয়। পরবর্তীতে বাকি শিক্ষার্থীদের আগ্রহের কারনে এই ২৫ জনই আবার আমার অনুমতি তে প্রায় চারশত জন্য শিক্ষার্থীকে এই প্রশিক্ষন দিচ্ছে।

এই প্রশিক্ষণের ফলে আগে বিদ্যালয়ে আসার পথে শিক্ষার্থীদেরকে বখাটে ছেলেদের বিভিন্ন কথার সম্মুখীন হতে হয়েছিল এখন সেগুলো বন্ধ হয়েছে। বিদ্যালয়ের প্রায় সকল শিক্ষার্থী এখন নিজেকে কিভাবে আত্মরক্ষা করতে হয় এবং কিভাবে প্রতিরোধ করতে হয় সেই কৌশল শিখে গেছে এই কারাতে প্রশিক্ষণ ও লাইফ স্কিল মেসেজের মাধ্যমে।

হাতীবান্ধা রূপান্তর এরিয়া অফিসের প্রকল্প সমন্বয়কারী মুস্তাফিজুর রহমান বলেন রূপান্তর এর সহযোগিতায় আমরা এই উপজেলায় প্রায় অনেক বিদ্যালয়ে বালিকাদের মাঝে এই কারাতে প্রশিক্ষণ ও লাইফ স্কিল মেসেজ দেয়ার চেষ্টা করছি। যার কারণে মেয়েরা আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারে। তারা নিজেরা আত্মবিশ্বাসী হয়ে ইভটিজিং সহ বিভিন্ন যৌন হয়রানি মূলক আচরণ থেকে নিজেকে রক্ষা করতে পারে এবং প্রতিরোধ সহ কিভাবে আইনের আশ্রয় ও অভিযোগ জানাতে পারে সেই বিষয়ে আমাদের এই প্রশিক্ষণটি দেওয়া হচ্ছে।

উক্ত প্রশিক্ষণ পরিদর্শনে উপস্থিত ছিলেন মিজানুর রহমান পান্না পরিচালক ( রিফট) রূপান্তর। হাতীবান্ধা এরিয়া অফিসের প্রকল্প সমন্বয়কারী মুস্তাফিজুর রহমান, মিউজিক ট্রেইনার বকুল চন্দ্র, জেলা শিশু ও যুব  নেটওয়ার্ক এর নেতৃবৃন্দ ।এছাড়াও উপস্থিত ছিলেন একাডেমিক সুপার ভাইজার শহিদুল ইসলাম হাতীবান্ধা সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা প্রমুখ ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ