Header Ads Widget

আজ লালমনিরহাট ডায়াবেটিক সমিতির নির্বাচন।



শেখ আঃ হামিদ বাবু
ময়জুল ইসলাম ময়েজ


ময়নুল ইসলাম
 দুই বছর মেয়াদী কার্যনির্বাহী পরিষদের ডায়াবেটিক সমিতির নির্বাচন আগামীকাল। লালমনিরহাট ডায়াবেটিক সমিতি একটি সু প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান। বিশাল হাসপাতাল সহ আধুনিক চিকিৎসা ব্যবস্থা রয়েছে এখানে। 
ব্যাপক জনবল নিয়োজিত বিশাল এই হাসপাতাল পরিচালনা করা অনেক কষ্টসাধ্য এবং ঝুকিপুর্ন বটে।
এবারের নির্বাচনে দুটি প্যানেলে বিভক্ত হয়ে নির্বাচনে মাঠে নেমেছে শহরের শীর্ষ স্থানীয়  ব্যাক্তিবর্গ। একদিকে 'ময়েজ-ময়নুল' পরিষদ, অন্যদিকে 'বাবু-মুকুল' পরিষদ। নির্বাচনে জেতার জন্য তারা প্রতিনিয়ত ছুটছে ভোটারদের দ্বারে দ্বারে।
বিভিন্ন জনমত যাচাই ও ভোটারদের সাথে কথা বলে জানা যায়,যারা যোগ্য এবং এই হাসপাতাল প্রতিষ্ঠার পেছনে যাদের সীমাহীন অবদান রয়েছে তাদেরকেই তারা ভোট দেবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। তারা জানান,দুটি প্যানেলের মধ্যে 'ময়েজ-ময়নুল' প্যানেলের অধিকাংশ ব্যক্তিই লালমনিরহাট ডায়াবেটিক হাসপাতাল প্রতিষ্ঠার পেছনে শুরু থেকেই স্বেচ্ছাশ্রম দিয়ে আসছেন।
আবার অনেক ভোটার আছেন যারা একসময় 'ময়েজ-ময়নুল' প্যানেলের অনেকের উপর নাখোস ছিলেন,তারা অভিমান ভুলে হাসপাতালটি সুষ্ঠভাবে পরিচালনার স্বার্থে 'ময়েজ-ময়নুলের' পক্ষে একাট্ট হয়ে ভোট চাইছেন এবং ফেসবুকে প্রকাশ্য সমর্থন দিয়ে ষ্ট্যাটাস দিয়েছেন।
অন্যদিকে 'বাবু-মুকুল' প্যানেলের মধ্যে একজন বিতর্কিত চক্ষু চিকিৎসকের অন্তর্ভুক্তি নিয়ে ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরী হয়েছে। তবে সভাপতি হিসেবে শেখ আঃ হামিদ বাবু'কেও উড়িয়ে দিচ্ছেন না কেউ কেউ। অবস্থানগত এবং ক্লিন ইমেজের কারনে তিনি অনেকটা শক্ত অবস্থানে রয়েছেন।
সভাপতি পদে প্রতিদ্বন্দিতাকারী জেলা আইনজীবী সমিতির সাঃ সম্পাদক এডভোকেট ময়জুল ইসলাম ময়েজ বলেন, মানুষকে পূর্ণাংগ চিকিৎসা  দেয়ার লক্ষ্যে দীর্ঘদিনের প্রচেষ্টায় এবং সরকারের সহায়তায় আমরা একটি বহুতল বিশিষ্ট হাসপাতাল তৈরী করতে পেরেছি কিন্তু  এখনো পরিপূর্ণ মান নিয়ে আসতে পারিনি তবে আগামী দিনে আমরা ভালো চিকিৎসক নিয়ে এসে হাসপাতালটিকে পরিপূর্ণ রুপ দেয়ার লক্ষ্যে কাজ করতে চাই। তিনি বলেন, এটা কোন ব্যবসায়ীক প্রতিষ্ঠান নয়। কিছু লোভী মানুষ আছে যারা এটাকে তাদের ব্যবসায়ীক প্রতিষ্ঠানে রুপ দিতে চায়। অন্যদিকে ডাঃ জাকিউল ইসলাম ফারুকী যিনি এটার জমিদাতা এটা সত্য কিন্তু ওনার মুল উদ্দেশ্য হচ্ছে এই হাসপাতালটিকে কুক্ষিগত করে ক্লিনিকে পরিণত করার পায়তারা চালাচ্ছে।
অন্যদিকে লালমনিরহাট চেম্বার অব কমার্সের সভাপতি শেখ আঃ হামিদ বাবু যিনি আরেকটি প্যানেল থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দিতা করছেন। তিনি বলেন, আমরা সকলেই এই জেলার সন্তান। আমাদের দায়িত্ব এই সেবামূলক প্রতিষ্ঠানটি যেন সুন্দরভাবে পরিচালিত হয়। জয় পরাজয় আছেই। যারা নির্বাচিত হয়ে আসবে তারা যেন ভালো কাজ করে যায় কারন ভবিষত প্রজন্মের কাছে আমাদের দায়বদ্ধতাও আছে।
তিনি আরো বলেন, আমাদের যে ইচ্ছা শক্তি তা হচ্ছে, আমরা কাজ করে যেতে চাই। ওখানে আমাদের নেয়ার কিছু নাই। আমরা সেবা দেয়ার জন্য যাব। এটা কারো ব্যক্তিগত সম্পদ নয়। এটা রাষ্ট্রিয় সম্পদ। এটা রক্ষ্ণাবেক্ষন করা আমাদের সকলেরই দায়িত্ব। আমি মনে করি নির্বাচন পক্রিয়া খুব ভালো একটি দিক। নির্বাচিত যেই হোক না কেন, আমার পক্ষ থেকে তাদেরকে হাসিমুখে বরণ করে নেবো এবং তাদেরকে সার্বিক সহযোগীতা করে যাব।
সদস্য পদে নির্বাচন করছেন গোশালা বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি মোকসেদুর রহমান। তিনি বলেন, নির্বাচিত হলে আমাদের লক্ষ্য থাকবে লালমনিরহাট জেলা বাসীর চিকিৎসা সেবা আরো কিভাবে উন্নত করা যায়, এবং আরো বড় বড় ডাক্তার নিয়ে এসে মানুষের সেবা করাটাই আমাদের মূল লক্ষ্য।
তরুন সমাজকর্মী ও সাবেক ছাত্রনেতা এরশাদ হোসেন জাহাংগীর ভালো কিছু করার আগ্রহ নিয়ে ডায়াবেটিক সমিতির নির্বাচনে সদস্য পদে প্রতিদ্বন্ধিতা করছেন। তিনি বলেন, ভালো কিছু করার ভালোলাগাটাই ভিন্ন অনুভূতি আনে। সে লক্ষ্যেই এই সেবামূলক প্রতিষ্ঠানটিতে সেবা দিতে চাই।

এরশাদ হোসেন জাহাংগীর


মোকসেদুর রহমান








একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ