
মংগলবার সন্ধ্যায় লালমনিরহাট জেলা বিএনপি আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপি সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু'র সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় আরো বক্তব্য রাখেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপি নির্বাহী কমিটির ক্রীড়া সম্পাদক আমিনুল ইসলাম।
মির্জা আলমগীর আরো বলেন, আমাদেরকে হতাশ হওয়া যাবে না।
পরিবর্তন আসবে। আসতেই হবে। যদি আমরা সবাই একযোগে কাজ করি তাহলে অবশ্যই পরিবর্তন আসবে।
জনগনের শক্তি দিয়েই এই আওয়ামীলীগকে মোকাবেলা করতে হবে।
আওয়ামীলীগকে উদ্দেশ্য করে তিনি বলেন,
আমাদেরকে জংগী দোষর বা বন্ধু যাই বলেন কোন লাভ হবেনা।
অতীত থেকে শিক্ষা নিন।
এখনো সময় আছে আলোচনায় বসুন।
নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন,আমাদেরকেও ধ্যান ধারনার কিছু পরিবর্তন করতে হবে। [lalmoninews24]
মহাসচিব বলেন, শহীদ আবুল কাশেম সাহেবের স্মৃতিতে যে ফুটবল টুর্ণামেণ্ট অনুষ্ঠিত হলো, তা নিঃসন্দেহে একটা নতুন ধারার পলিট্রিক্স সৃষ্টি হলো। আমি এখানে আসতে পেরে ভাগ্যবান অনুভব করছি। নতুন নতুন সৃষ্টিশীল কাজ নিয়ে আসাদুল হাবিব দুলু দলের মধ্যে যে প্রেরনা যুগিয়েছেন তাতে দল লাভবান হয়েছে, আপনারা লাভবান হয়েছেন।
এই সুশৃংখল রাজনীতির জন্যই আসাদুল হাবিব দুলু কে আমরা তার যোগ্যতম জায়গায় নিয়ে যাব।
সভাপতির বক্তব্যে আসাদুল হাবিব দুলু বলেন, আমরা দলের মধ্যে একটা শিষ্টাচার নিয়ে আসতে পেরেছি। আমরা চাই অন্যান্য জেলাও আমাদের দেখাদেখি পরিবর্তন নিয়ে আসুক।

কর্মী সভার শুরুতে সাংগঠনিক রিপোর্ট পেশ করেন, জেলা বিএনপির সাধারন সম্পাদক হাফিজুর রহমান বাবলা।
0 মন্তব্যসমূহ