বিশেষ প্রতিনিধি : ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচি এর আয়োজনে ২৮ অক্টোবর (রবিবার) জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ঝুঁকিপূর্ণ শ্রমে নিয়োজিত শিশু শ্রমিকদের বিষয়ে কর্ম পরিকল্পনা বাস্তবায়ন বিষয়ে অবহিত করন সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক শফিউল আরিফ বলেন, আইনে নিষিদ্ধ ঝুঁকিপূণ কাজে শিশুদের নিয়োজিত করলে জরিমানা সহ শাস্তি পেতে হবে। ১৪ বছরের উপরে শিশুদেরকে হালকা কাজে সেসব স্থানে নিয়োজিত করা গেলেও লাগবে শিশুর মেডিকেল সার্টিফিকেট । তিনি জেলা ও উপজেলার সরকারি কর্মকর্তাদের নির্দেশনা দেন এক মাসের মধ্যে শিশু শ্রমিকের পরিসংখ্যান দেওয়া এবং নিয়মিত শিশু শ্রমের স্থান পরিদর্শন করা।
এতে স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাক কর্মকর্তা আরিফুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহকারি জজ্ হারুন-অর-রশিদ, সিভিল সার্জেন ডাঃ কাসেম আলী, বিশিষ্ট কবি সাহিত্যিক ফেরদৌসি বেগম বিউটি, জেলা এনসিটিএফ সভাপতি ও সামাজিক সংগঠন পথ এর সাধারন সম্পাদক তাহ্ হিয়াতুল হাবীব মৃদুল প্রমুখ। এতে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট রফিকুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার আজিজুল ইসলাম, লালমনিরহাট বার্তা’র সম্পাদক ড. এস এম শফিকুল ইসলাম কানু।
সভায় জেলা ও উপজেলা পর্যায়ে সকল কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, বিভিন্ন সংগঠন প্রতিনিধি, জন প্রতিনিধি, সাংবাদিক বৃন্দ ও গন্যমান্য ব্যাক্তিবর্গ অংশ গ্রহন করেন।
0 মন্তব্যসমূহ