Header Ads Widget

লালমনিরহাটে কৃষকদের মাঝে বিএনপির ত্রান ও সার বীজ বিতরণ


 


চলতি বন্যায় লালমনিরহাটের ধরলার নদীর চরাঞ্চলে বসবাসরত বানভাসী পরিবার ও কৃষকদের মাঝে ত্রান ও সার বীজ বিতরণ করেছে বিএনপি।

বৃহস্পতিবার দুপুরে ত্রাণ ও কৃষি উপকরণ বিতরণ করেছেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা সভাপতি, সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

এ সময় সাংবাদিকদের তিনি বলেন, সরকার নদী ভাঙ্গন কবলিত মানুেষর পাশে নেই। আজ সরকারের লোকজন ত্রাণের টাকা মেরে বড় লোক হচ্ছে। তাদের বাসা থেকে বের হয় সরকারী চাল তেল । তাদের বিচার করার মত কেউ নেই।

তিনি আরো বলেন, এই সরকার ক্ষমতার দাপটে হাজার হাজার বিএনপির নামে মিথ্যা মামলা দিয়েছে। মামলা ছাড়া তারা বিএনপির সাথে মোকাবেলা করতে জানে না। এমন কোন নেতা নেই যে তার নামে মিথ্যা মামলা হয়নি।


তিনি জেলার বড়বাড়ি ইউনিয়নের ধরলার চর ছোট বাসুরিয়া ও বড় বাসুরিয়ার ৬'শত বন্যার্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন। এ সময় বন্যায় ক্ষতিগ্রস্ত দেড়শ কৃষকদেও মাঝেও সার,বীজ ও কীটনাশক বিতরন করা হয়।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন,সাবেক পৌর মেয়র মোশারফ হোসেন রানা,জেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, যুগ্ন সম্পাদক একেএম মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ