Header Ads Widget

লালমনিরহাটে কালোবাজারে বিক্রি সময় ১০টাকা কেজি চালের ৭ বস্তা আটক।।

জেলার পাটগ্রাম উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজির চাল কালোবাজারে বিক্রির সময় ৭ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার বুড়িমারী বাজারে মামা-ভাগিনা স্টোরে অভিযান চালিয়ে এ চাল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সরকারের পক্ষ থেকে হতদরিদ্রদের জন্য খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরে চাল ডিলারের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। সেই চাল প্রকৃত কার্ডধারীদের কাছে বিক্রি না করে কালোবাজারে বিক্রি হচ্ছে এমন সংবাদে বুড়িমারী এলাকার ডিলার দুলাল হোসেনের মামা-ভাগিনা স্টোরে অভিযান চালায় পাটগ্রাম থানা পুলিশ। কালোবাজারে বিক্রির সময় ওই ডিলারের গোডাউন থেকে সাত বস্তা চাল উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।
পাটগ্রাম থানার ওসি মাহফুজ আলম (তদন্ত) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে মামলা দায়ের করা করেছে।  আসামী গ্রেফতারে অভিযান চলছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ