রুপালী ব্যাংক লিমিটেডের আয়োজনে শনিবার লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে স্কুল ব্যাংকিং সম্মেলন ও মেলা অনুষ্ঠিত হয়।স্কুলের শিক্ষার্থীদের সঞ্চয়ী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে অনুষ্ঠিত এ মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্ভোধন করেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি।
সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন রুপালী ব্যাংক লিমিটিডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো:আতাউর রহমান প্রধান।
রুপালী ব্যাংক রংপুর বিভাগীয় মহা ব্যবস্থাপক মো: আমীর হামজা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,এড: সফুরা বেগম রুমি এমপি,জেলা প্রশাসক আবুল ফয়েজ মো:আলাউদ্দিন খান,জেলা পরিষদ চেয়ারম্যান এড: মতিয়ার রহমান,জিএম কাইসুল আলম,বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন অব:আজিজুল ইসলাম বীর প্রতীক ,পৌর মেয়র রিয়াজুল ইসলাম রিন্টু,চেম্বার অব কমার্সের সভাপতি একেএমকামরুল হাসান বকুল, রুপালী ব্যাংক লালমনিরহাটের ব্যবস্থাপক মো: মীর মোশারফ হোসেন সহ ব্যাংকের উর্ধ্ধতন কর্মকর্তারা।
দিনব্যাপি এ মেলায় জনতা,ট্রাষ্ট,পুবালী,ইসলামী,কৃ
উল্লেখ্য,রুপালী ব্যাংক লি: লালমনিরহাট জেলার আওতাধীন সকল তপসিলি ব্যাংকের লীড ব্যাংক হিসেবে সফল এ আয়োজন করে প্রসংশা কুড়িয়েছেন।
এ ব্যাপারে রুপালী ব্যাংক, লালমনিরহাট শাখার ব্যবস্থাপক মীর মোশারফ হোসেন লালমনিরহাট নিউজ24 কে বলেন,স্কুলের ছাত্র-ছাত্রীদের এখন থেকেই সঞ্চয়ী মনোভাব গড়ে তোলার জন্য এ উদ্দ্যোগ আমরা হাতে নিয়েছি। ছাত্র-ছাত্রীরা যদি তাদের হাত খরচ,টিফিন অথবা উপবৃত্তি থেকে একটা অংশ সঞ্চয়ী হিসেবে জমা করে রাখে তাহলে একসময় এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশটিই বড় আকার হয়ে তাদের উপকারে আসবে।
0 মন্তব্যসমূহ