
আজ রবিবার (১৪ মে) দুপুরে ‘বিশ্ব মা দিবস’ উপলক্ষে হাতীবান্ধা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার উদ্যোগে মায়ের প্রতি সন্তানদের শ্রদ্ধা ও দায়িত্বশীল হওয়ার মানসিকতা সৃষ্টির লক্ষ্যে এ ব্যতিক্রম ধর্মী আয়োজন করা হয়।
এতে উপজেলার মাধ্যমিক পর্যায়ের অর্ধশতাধিক স্কাউটস সদস্য তাদের মায়ের প্রতি শ্রদ্ধা ও দায়িত্বশীল হওয়ার দৃঢ় প্রত্যয় নিয়ে মায়ের পা ধুয়ে দেন।
দিবসটি পালনে একটি বর্নাঢ্য র্যালি উপজেলা শহর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়।
এ সময় সভায় উপস্থিত ছিলেন, হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আজিজুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়াম্যান মাকতুবা ওয়াসিম বেলি, উপজেলা প্রকৌশলী অজয় কুমার, উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আলম,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হকসহ বিভিন্ন পেশার মানুষ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীগণ।
0 মন্তব্যসমূহ