Header Ads Widget

আজ লালমনিরহাট পৌর ও সদর উপজেলা বিএনপি'র সম্মেলন।।

ষ্টাফ রিপোর্টারঃ আজ বিকাল তিনটায় লালমনিরহাট পৌর ও সদর উপজেলা  বিএনপি'র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
স্থানীয় জেলা পরিষদ অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে শুরু হওয়া এ সম্মেলনে বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপি'র সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের শুভ উদ্ভোধন করবেন । বিশেষ অতিথি জেলা সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা।
উল্লেখ্য দীর্ঘ আট বছর পর এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। বিএনপি ছাড়াও সকল অংগ ও সহযোগী  সংগঠনের সম্মেলনও একই মঞ্চে অনুষ্ঠিত হবে।ইতিমধ্যে এ সম্মেলন গুলোকে ঘিরে পৌরসভা ও উপজেলার নেতা-কর্মীদের মধ্যে প্রান চাঞ্চল্য লক্ষ্য করা গেছে। তৈরি হয়েছে উৎসাহ উদ্দীপনা ।সকল সংগঠনের মধ্যে একাধিক প্রার্থী থাকায় সম্মেলনটি জমে উঠবে বলে ধারনা করা যাচ্ছে।
এ ব্যাপারে সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা বলেন,  বিএনপি বৃহৎ একটি রাজনৈতিক সংগঠন।  এখানে প্রতিদ্বন্দ্বিতাই স্বাভাবিক । আমাদের নেতা অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু তার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে তিল তিল করে এ জেলাকে সাজিয়েছেন।  তার দক্ষ নেতৃত্বে সুশৃঙ্খল  একটি জেলা হিসেবে ইতিমধ্যে সারাদেশে আলোড়ন তুলেছে। বেশী প্রতিদ্বন্দ্বী থাকায় সম্মেলনে কোন উত্তেজনা সৃষ্টি হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রশ্নই আসেনা। জেলার প্রতিটি কর্মীর অগাধ আস্থা রয়েছে দুলু ভাইয়ের উপর। ওনার বিচক্ষণ সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রয়েছে প্রতিটি নেতা-কর্মী'র।
বিএনপি নেতা মেহেদী হাসান জুয়েল বলেন, তৃনমূলের আইডল দুলুভাই শুধু আমাদের নেতা নন। তিনি আলোকিত লালমনিরহাটের স্বপ্নদ্রষ্টা। যে যাই বলুক,তিনিই লালমনিরহাটের প্রান ভোমরা। তিনি ছাড়া লালমনিরহাট বিএনপি অচল। তার প্রতি আমাদের শ্রদ্ধা এবং আস্থার বিন্দু পরিমাণ কমতি কখনো ছিলো না।এখনও নেই।
পৌরসভার 2 নং ওয়ার্ডের সদ্য নির্বাচিত তরুন সভাপতি মজমুল হক বলেন, শুধু দুলুভাই না!আমাদের প্রত্যেকের প্রতি, প্রত্যেকেরই আস্থা রয়েছে।যার জন্য আমরা এতো সুশৃঙ্খল হতে পেরেছি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ