
শনিবার (২৭ মে) বিকেলে লালমনিরহাট-কুড়িগ্রাম রেলরুটের লালমনিরহাট সদর উপজলোর মহেন্দ্রনগর ইউনিয়নের বটতলা বাজারের কাছে দুর্ঘটনায় আহত হন তারা। পরে রাতে এনামুলের মৃত্যু হয়।
পুলিশ জানায়, বিকেলে লালমনিরহাট রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী শাটল ট্রেনের ধাক্কায় শ্যালো ইঞ্জিন চালিত একটি ভটভটি দুমড়ে-মুচড়ে যায়। এতে গুরুতর আহত হন ভটভটির চালক ও হেলপার। এ অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে এনামুলের অবস্থার অবনতি হলে রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
লালমনিরহাট জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
0 মন্তব্যসমূহ