

লিখিত বক্তব্যে জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, নিয়ম মেনেই যাচাই/বাছাই শেষে ভারতীয় তালিকা প্রাপ্ত, লাল মুক্তি বার্তা, গেজেটভুক্ত ও প্রধানমন্ত্রীর প্রতিস্বাক্ষরিত সনদ প্রাপ্ত ভাতাভোগী প্রকৃত মুক্তিযোদ্ধাগণের তালিকা জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে পাঠানো হয়েছে। এছাড়া কোন কারণে চুড়ান্ত তালিকা থেকে নাম বাদ পড়লে তারা আপিল করতে পারবেন বলেনও তিনি জানান।
এসময় ক্যাপ্টেন (অব:) আজিজুল হক বীর প্রতীক, সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার আবু বকর সিদ্দিকসহ চুড়ান্ত তালিকায় নাম থাকা দুই শতাধিক মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন। পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে মুক্তিযোদ্ধারা ভুয়া মুক্তিযোদ্ধাদের ভাতা বন্ধের দাবিতে মানববন্ধন করে।
এর আগে গত শনিবার শহরের বার্নহার্ট কিল্ডার গার্টেন হল রুমে মুক্তিযোদ্ধা যাচাই/বাছাই কমিটির সদস্যের নামে ঘুষ-বাণিজ্য ও স্বজনপ্রীতির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করে তালিকায় নাম না থাকা মুক্তিযোদ্ধাগণ।
0 মন্তব্যসমূহ