ষ্টাফ রিপোর্টারঃ রোহিংগাদের সহায়তা'র নাম করে প্রতি শ্রমীকের বেতন থেকে একহাজার টাকা জোড়পূর্বক কর্তনের প্রতিবাদে মহা সড়ক অবরোধ করে যানবাহনে ভাংচুর চালিয়েছে প্রতিবাদী শ্রমীকেরা।
লালমনিরহাটের সাপ্টিবাড়িতে আকিজ বিড়ি ফ্যাক্টরীর বিক্ষুদ্ধ শ্রমীকেরা বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখে। পরে ম্যাজিষ্টেট এসে শ্রমীকদের আশ্বাস দেয়ার পর তারা অবরোধ তুলে নেয়।
জানা যায়,সকালে আকিজ বিড়ি ফ্যাক্টরীর স্থানীয় প্রতিনিধি সোহরাব হোসেন ওরফে পল্টি সোহরাব শ্রমীকদের বলে,রোহিংগাদের সহায়তা করার জন্য প্রত্যেক শ্রমীকের বেতন হতে একহাজার টাকা করে কর্তন করা হবে।
একথা শোনার সাথে সাথেই শ্রমীকেরা বিক্ষোভে ফেটে পড়ে। অবস্থা বেগতিক দেখে তিনি সটকে পরেন। এর পরপরই শ্রমীকেরা মহাসড়কে এসে অবস্থান নেয়।
একজন শ্রমীক জানান, সারাদিন বিড়ি বানিয়ে আমরা মুজুরী হিসেবে পাই ১৮০/২০০ টাকা। সপ্তাহের বিল উঠানোর সময় সেখান থেকে ১০০০ টাকা কেটে নিলে বউ বাচ্চাদের নিয়ে আমরা বাচবো কেমনে? সোহরাব মহাজন এবং ফ্যাক্টরীর ম্যানেজার প্রায় প্রতি মাসেই নানান অজুহাতে আমাদের বেতন থেকে জোর পূর্বক টাকা কেটে নেয়। কিছু বলতে গেলে ফ্যাক্টরী থেকে বের করে দেয়ার হুমকি দেয়। আমরা গরীব মানুষ,আমরা কোথায় যাব।
একজন মহিলা শ্রমীক জানান,সোহরাব ও তার গুন্ডা বাহিনী কথায় কথায় আমাদের উপর নির্যাতন চালায়। ফ্যাক্টরীর ম্যানেজার এসবে সায় দেয়। ওদের কাছে টাকা ধার নিলে একহাজারে দুইশত টাকা সুদসহ সপ্তাহের বিল থেকে কেটে নেয়।এ ব্যাপারে অভিযুক্ত সোহরাবের কাছে জানতে চাইলে তিনি বলেন, একহাজার নয়, দুইশত টাকা করে প্রত্যেক শ্রমীককে আমি দিতে বলেছি।
আপনি আকিজ বিড়ি ফ্যাক্টরীর কোন দ্বায়িত্বে আছেন? এ প্রশ্ন করলে তিনি বলেন আমি কেউ না। আমি পাবলিক।
তাহলে কিসের ভিত্তিতে আপনি শ্রমীকের টাকা কেটে নিতে চান? এ প্রশ্ন করাতে তিনি রেগে যান।
আকিজ বিড়ি ফ্যাক্টরীর ম্যানেজার আশিষ মোর্শেদ টাকা চাওয়ার বিষয়টা অশ্বীকার করে এর সকল দ্বায়ভার সোহরাবের উপর চাপান।
0 মন্তব্যসমূহ