Header Ads Widget

শিশু সাংবাদিক মৃদুল'র সরকারী খরচে শিশু বিষয়ের উপর উচ্চতর ট্রেনিং।।


জ্যাকলিন শামস, শিশু সাংবাদিকঃ লালমনিরহাট নিউজ ২৪ এর শিশু বিভাগের প্রধান,শিশু দর্পণ  পত্রিকার সম্পাদক  লালমনিরহাট বার্তা ও হ্যালো বিডি নিউজ ২৪ এর শিশু সাংবাদিক তাহ্ হিয়াতুল হাবীব মৃদুল সরকারি খরচে শিশু বিষয়ের উপর ট্রেনিং এ যাচ্ছে। ট্রেনিংটি উত্তরাঞ্চলের প্লান বাংলাদেশের হাতিবান্ধা  শাখায় অনুষ্ঠিত হবে।লালমনিরহাট জেলা থেকে শিশু সাংবাদিক হিসেবে মৃদুল ট্রেনিং সম্পন্ন করবে।লালমনিরহাট নিউজ ২৪  পরিবারের  পক্ষ থেকে মৃদুলের প্রতি রইলো শুভ কামনা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ