Header Ads Widget

বিজিবি বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক।।

মহসিন ইসলাম শাওনঃ গতকাল বৃহস্পতিবার (৩০ মার্চ) সেক্টর কমান্ডার বিজিবি রংপুর এবং ডিআইজি বিএসএফ জলপাইগুড়ি এর মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে ভারতের অভ্যন্তরে বিএসএফ চেংড়াবান্ধা ক্যাম্পে সৌজন্যমূলক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে বিজিবি’র পক্ষে ১০ (দশ) সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন উপ মহাপরিচালক কর্ণেল মোঃ মোয়াজ্জেম হোসেন সেক্টর কমান্ডার বিজিবি রংপুর এবং বিএসএফ এর পক্ষে ১০ (দশ) সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বি.এস পাটিয়াল ডিআইজি জলপাইগুড়ি সেক্টর।
বৈঠকে সীমান্ত হত্যা, অবৈধ অনুপ্রবেশ, মাদকদ্রব্য পাচার ও চোরাচালান এবং জঙ্গিবাদসহ বিভিন্ন সীমান্ত সংক্রান্ত বিষয়াদির উপর বিস্তারিত ফলপ্রসূ আলোচনা পতাকা বৈঠক শেষ হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ