Header Ads Widget

নামুড়ীতে সুফিয়া সরকার বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। ।



জেলার আদিতমারী উপজেলায় নামুড়ী সুফিয়া সরকার বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে আজ ছাত্র-ছাত্রী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদিতমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: আইয়ুব আলী।
"প্রতিবন্ধী শিশু সমাজের কোন অভিশাপ বা বোঝা নয়" এই শ্লোগান নিয়ে  মো: আজিজুর রহমান সরকারের সভাপতিত্বে শিশুদের চিকিৎসা সংক্রান্ত সেবা ও পরামর্শক বিষয়ে সমাবেশে প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন,আদিতমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: কাশেম আলী।
প্রধান অতিথি তার বক্তব্যে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখার আহবান জানিয়ে বলেন,শাহ আলম সরকার মিন্টু  গ্রামের এইসব ঝড়ে পড়া শিশুদের নিয়ে কাজ করার মানষেই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছেন।
স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি শাহ আলম সরকার মিন্টু বলেন,আমি দেখেছি এসব শিশুদের একটু স্নেহ,একটু ভালোবাসা দিয়েই ওদেরকে এগিয়ে নিতে পারি আমরা। এ ভাবনা থেকেই স্কুলটি প্রতিষ্ঠা করেছি।ইতিমধ্যে এর অনুমোদন পেয়ে গেছি।
অভিভাবক সমাবেশে আরও  বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মোল্লাহ,বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সরকার প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ