Header Ads Widget

লালমনিরহাটের দহগ্রাম সীমান্ত থেকে বাংলাদেশী যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ।।


 লালমনিরহাটের পাটগ্রামের উপজেলায় সীমান্তে মহির আলী (৩৮) নামে এক বাংলাদেশী গরু পারাপারকারী রাখাল ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর হাতে আটক হয়েছে। রোরবার (২ এপ্রিল) ভোর ৪টার ঐ উপজেলার দহগ্রাম সীমান্তে দিকে এ ঘটনা ঘটে।
আটক মহির আলী উপজেলার দহগ্রাম ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কলোনীপাড়া  এলাকার আব্বাস আলীর ছেলে।
বিজিবি ও এলাকাবাসী জানায়, রোববার ভোর ৪টার দিকে দহগ্রাম ইউনিয়নের আঙ্গরপোতা সীমান্তের ৩ নম্বর মেইন পিলার অতিক্রম করে ভারত থেকে গরুসহ ফিরছিলেন মহির আলী। ওই সময় কুচবিহার-২২ বিএসএফ ব্যাটালিয়নের অরুন ক্যাম্পের টহল দলের সদস্যরা তাকে আটক করে নিয়ে যায়। এ বিষয়ে স্থানীয়রা বিজিবিকে জানালে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পাটগ্রাম সদর কোম্পানির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফকে চিঠি পাঠিয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল গোলাম মোর্শেদ সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দহগ্রাম ইউনিয়নের আঙ্গরপোতা সীমান্তের ৩ নম্বর মেইন পিলারের বিপরীতে ভারতের কুচবিহার-২২ বিএসএফ ব্যাটালিয়নের অরুন ক্যাম্পের টহল দলের সদস্যরা গরু পারাপারকারী রাখাল মহির আলীকে আটক করেছে। বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে চিঠি পাঠানো হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ